International

4 days ago

Ind vs Pak: নওশেরায় পাকিস্তানের ২ ড্রোন ভূপতিত, সীমান্তে তীব্র গোলাবর্ষণ

2 Drones Shot Down in Nowshera
2 Drones Shot Down in Nowshera

 

নওশেরা, ৯ মে  : জম্মু ও কাশ্মীরের নওশেরা সেক্টরে পাকিস্তানের দুটি ড্রোন গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা। জানা যাচ্ছে, ভারত-পাক উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি চলছে। সীমান্তে উত্তেজনা চরমে।উল্লেখ্য, পাক হামলার প্রত্যাঘাতে পাকিস্তানের লাহৌর, সিয়ালকোট, ইসলামাবাদে পাল্টা আঘাত হানে ভারত। পাকিস্তানের হামলা শুরু হতেই জম্মু ও কাশ্মীর, রাজস্থান, ও পঞ্জাবের পাশাপাশি গুজরাটের কচ্ছে সীমান্ত লাগোয়া এলাকায় বন্ধ করা হয় আলো। বাজানো হয় সাইরেন। গোটা বিষয়টি জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। পরিস্থিতির উপর নজর রাখছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।


You might also like!