দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ৫০ দিনের মাথায় সামনে আসতে চলছে এবারের উচ্চমাধ্যমিকের ফল। বুধবার দুপুর সাড়ে ১২টায় সংসদের অফিসে হবে সাংবাদিক বৈঠক। সেখান থেকেই হবে ফল প্রকাশ। প্রসঙ্গত, গত ৩ মার্চ শুরু হয়েছিল এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ১৮ মার্চ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে সংশ্লিষ্ট ওয়েবসাইট ও অ্য়াপের মাধ্যমে রেজাল্ট দেখা যাবে দুপুর ২টো থেকে। কিন্তু, এদিনই হাতে পাওয়া যাচ্ছে না মার্কশিট। ৮ মে তা দেওয়া হবে।
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণির ফলাফল ২০২৫ দেখবেন কীভাবে?
পরীক্ষার্থীরা বুধবার দুপুর ২টো থেকে নির্ধারিত ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে রেজ়াল্ট দেখতে পারবেন। শিক্ষা সংসদের ওয়েবসাইট ‘রেজ়াল্ট ডট ডব্লিউবি ডট জিওভি ডট ইন’(www.result.wb.gov.in), ‘রেজ়াল্ট ডট ডিজিলকার ডট জিওভি ডট ইন’ (www.result.digilocker.gov.in)-এ ফলাফল দেখা যাবে। পাশাপাশি, ‘WBCHSE Results’ অ্যাপের মাধ্যমেও ফলাফল দেখা যাবে।
নির্দিষ্ট বক্সে আপনার রোল নম্বর এবং জন্ম তারিখ লিখুন
বিস্তারিত তথ্য দেওয়ার পর, Submit বাটনে ক্লিক করুন
এবার আপনার ফলাফল স্ক্রিনে দেখাবে
আপনার রেজাল্ট ডাউনলোড এবং প্রিন্ট করে ভবিষ্যতের রেফারেন্সের জন্য সংগ্রহ করে রাখুন