Country

1 day ago

Buddha Purnima 2025: “ভগবান বুদ্ধের জীবন হলো চিন্তা, কথা এবং কর্মের সঙ্গম”, বার্তা শাহর

Buddha Purnima 2025
Buddha Purnima 2025

 

নয়াদিল্লি, ১২ মে : “বুদ্ধ পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা”। সোমবার এক্সবার্তায় লিখলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, “জ্ঞান, করুণা এবং অহিংসার পথ অনুসরণ করে মানব সমাজকে সাম্য ও ঐক্যের বার্তা প্রদানকারী ভগবান বুদ্ধের জীবন হলো চিন্তা, কথা এবং কর্মের সঙ্গম। আমি সকলের সুখ ও শান্তির জন্য ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করি।”


You might also like!