Country

14 hours ago

Operation Sindoor : ভারতের প্রত্যাঘাতে নিহত মাসুদ আজহারের পরিবারের,খতম হাফিজ সৈয়দও? গুঞ্জনের ঝড়

Masood Azhar
Masood Azhar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে পহেলগাঁও হামলার জবাব দিয়েছে ভারত। মধ্যরাতে এয়ারস্ট্রাইক করে প্রত্যাঘাত করা হয়েছে ভারতের তুরফে। সূত্রের খবরভারতের প্রত্যাঘাতে মাসুদ আজহারের পরিবারের ১৪ জন সদস্য নিহত হয়েছে। শোনা যাচ্ছে, নিহতদের মধ্যে ছিল মাসুদ আজহারের ভাই। প্রসঙ্গত উল্লেখ্য, পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে যে ৯টি জঙ্গি ঘাঁটি ভারত ভেঙে গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে তার মধ্যে ছিল বাহাওয়ালপুরের জইশ-ই-মহম্মদের ডেরা। সূত্রের খবর, এখানে ছিল একটি মাদ্রাসা যার সঙ্গে যোগ রয়েছে জইশ চিফ মাসুদ আজহারের। বাহাওয়ালপুরে 'মরকজ সুভান আল্লাহ্‌'- তে প্রত্যাঘাত করা হয়েছে।  অন্যদিকে লস্কর-ই-তইবার প্রধান ও ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সৈয়দকেও (Hafiz Saeed) খতম করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

মঙ্গলবার গভীর রাতে ৯টি জায়গায় আক্রমণ চালায় ভারতীয় সেনা। যার মধ্যে রয়েছে বহওয়ালপুর। জানা যাচ্ছে, এই বহওয়ালপুরই ছিল জইশ প্রধান মাসুদ আজহারের ঘাঁটি। দীর্ঘদিন সে লোকচক্ষুর আড়ালে থাকলেও ভারতীয় গোয়েন্দা বিভাগ তার গতিবিধি নজরে রাখার চেষ্টা করছিল। ভারতীয় সেনার হামলার পর যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যায়, মাসুদ আজহারের ঘাঁটি মসজিদ ওয়া মরকজ তইবা একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ।ভারতীয় সেনার আক্রমণে জইশ নেতা আজহার মাসুদের পরিবারের ১৪ জন সদস্য নিহত হয়েছে। যার মধ্যে তার ভাই ও বোনও রয়েছে বলে খবর। এও বলা হচ্ছে, সেই সময় মাসুদ নিজেও ওখানে উপস্থিত ছিল। ফলে তাকেও খতম করা হয়েছে বলে অনুমান। যদিও এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

You might also like!