দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গ্রামের দিকে অনেকের বাড়িতেই তেঁতুল বিছে দেখা যায়। একবার কামড়ালে ভয়ঙ্কর পরিণতি হয়। কিন্তু সেই তেঁতুল বিছে দেখা কি শুভ না অশুভ? জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, বাস্তুশাস্ত্রে তেঁতুল বিছে দেখলে বলা হয়, রাহু নাকি দুর্বল, তাই নাকি তেঁতুল বিছে দেখা যাচ্ছে। তাই নাকি আপনি তেঁতুল বিছে দেখতে পাচ্ছেন। বাস্তুশাস্ত্র অনুসারে, ঘরে তেঁতুল বিছে দেখা শুভ লক্ষণ বলে মনে করা হয়। তার কারণ এতে বোধহয় সৌভাগ্যের শুরু হচ্ছে। আপনি দ্রুতই কোনও শুভ সংবাদ পেতে পারেন কিংবা আপনার চাকরি থেকে ব্যবসায় কোনও উন্নতির সম্ভাবনা রয়েছে। তাই হয়তো আপনি তেঁতুল বিছে দেখতে পাবেন।
যদি আপনি হঠাৎই বাড়িতে কখনও তেঁতুল বিছে দেখেন, তাহলে বুঝতে পারবেন আপনি কোনও গুরুত্বপূর্ণ কাজে সফলতা পেতে চলেছেন। এটি আপনার সেই কাজেই পদোন্নতির লক্ষণ। যদি আপনি ঠাকুর ঘরে তেঁতুল বিছে দেখতে পান, তার অর্থও শুভ। এতে আপনি দ্রুত চাকরি জায়গা থেকে কোনও শুভ খবর পাবেন। যদি আপনি স্বপ্নে তেঁতুল বিছে দেখেন, তাহলেও সেটি শুভ ইঙ্গিত। পাশাপাশি বুঝতে হবে,এতেই আপনার জীবন থেকে সব সমস্যা দূর হতে চলেছে।
আবার বাস্তুশাস্ত্র অনুসারে, রান্নাঘর ও বাথরুমে যদি তেঁতুল বিছে দেখেন, তা মোটেও ভালো নয়। এটি মূলত বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব থাকলে দেখা যায়। সঠিকভাবে আপনি এই জায়গাগুলি পরিষ্কার করছেন না বলেই তেঁতুল বিছে দেখতে পাচ্ছেন। বাড়ির যেকোনও সিঁড়িতে তেঁতুল বিছে দেখা খুব খারাপ লক্ষণ। এতে আপনার বাড়িতে বড়ো কোনও ব্যক্তি বড়ো রোগে আক্রান্ত হতে পারেন।