Country

13 hours ago

Operation Sindoor: ‘অপারেশন সিঁদুরে’র শহিদদের সুবিচার,মোদিকে ধন্যবাদ শহিদ সমীর-বিতানের স্ত্রীদের

Justice for Sindoor martyrs: Wives of Sameer & Bitan thank PM Modi.
Justice for Sindoor martyrs: Wives of Sameer & Bitan thank PM Modi.

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: এখনই স্বস্তি নয়, জঙ্গিরা সম্পূর্ণ নিকেশ না হওয়া পর্যন্ত ন্যায়বিচার হবে না। ‘অপারেশন সিঁদুর’-এর পর এমনই মন্তব্য করলেন পহেলগাঁও হামলায় নিহত বেহালার সখেরবাজারের সমীর গুহের স্ত্রী শবরী।‘অপারেশন সিঁদুর’ই পহেলগাঁও হামলার যোগ্য জবাব, বলছেন ভূস্বর্গে জঙ্গিহানায় মৃত বাংলার তিনজনের স্ত্রী-পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন তাঁরা। কান্নায় ভেঙে পড়ে বললেন, “কোনওদিন যেন পহেলগাঁওয়ের পুনরাবৃত্তি না হয়।”

মঙ্গলবার মধ্যরাতে পহেলগাঁওয়ের পালটা অভিযান ‘অপারেশন সিঁদুর’ চালাল ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। এই হামলার খবরে স্বাভাবিকভাবেই কিছুটা হলেও স্বস্তি পেয়েছে দেশবাসী। প্রত্যাঘাতের পর মোদি ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন সকলে। ‘অপারেশন সিঁদুর’ই স্বামীর মৃত্যুর সুবিচার দিল, বলছেন পহেলগাঁওয়ে মৃত বাংলার তিনজনের স্ত্রী পরিবার।

‘অপারেশন সিঁদুর’-এর খবরে কান্নায় ভেঙে পড়লেন বৈষ্ণবঘাটার বাসিন্দা নিহত বিতান অধিকারীর স্ত্রী সোহিনী। তিনি বলেন, “মোদিকে ধন্যবাদ। উনি যোগ্য জবাব দিয়েছেন।” আরও বলেন, “কিন্তু আর যেন এই ঘটনা না ঘটেছে। কারও সন্তানের সামনে যেন এভাবে জঙ্গিরা কাউকে কেড়ে নিতে না পারে।” কার্যত একই কথা বলেছেন নিহত বেহালার সমীর গুহর স্ত্রী। তিনি বলেন, “আমার স্বামীকে চোখের সামনে মেরে দিল। আমরা তো বেড়াতে গিয়েছিলাম। তবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।” পুরুলিয়ার মনীশরঞ্জন মিশ্রর পরিবার বলছে, “এটাতো শুরু হল। আমরা চাই পুরোপুরি জঙ্গিদের নিধন ও এদের যারা সমর্থন করে, আশ্রয় দেয় তাদেরও শেষ করে দেওয়া হোক। ভারতেও প্রচুর পাকিস্তানি ভক্ত আছে, তাদেরও জঙ্গিদের তালিকাভুক্ত করে একই ভাবে শাস্তি দেওয়া হোক।”

You might also like!