Country

16 hours ago

India and Pakistan Tension: জয়শঙ্করের সঙ্গে কথা মার্কো রুবিয়োর, আলোচনার পথে হাঁটার বার্তা

U.S. Secretary of State Marco Rubiotensions between India and Pakistan
U.S. Secretary of State Marco Rubiotensions between India and Pakistan

 

নয়াদিল্লি, ১০ মে : ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার আবহে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের সঙ্গে ফের কথা বললেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো। ভারত ও পাকিস্তানকে উত্তেজনা কমানোর পরামর্শ দিয়েছেন মার্কিন বিদেশ সচিব রুবিয়ো। ভবিষ্যতের বিরোধ এড়াতে ফলপ্রসূ আলোচনার সুবিধার্থে মার্কিন সমর্থনের প্রস্তাবও তিনি দিয়েছেন। জয়শঙ্কর টুইট করে জানিয়েছেন, "আজ সকালে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়োর সঙ্গে কথা হয়েছে। ভারতের দৃষ্টিভঙ্গি সর্বদা পরিমাপিত এবং দায়িত্বশীল ছিল এবং এখনও তাই রয়েছে।" পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে কথা বলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো। দুই পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য আমেরিকা সহায়তা করতে প্রস্তুত বলে মুনিরকে জানিয়েছেন রুবিয়ো। ভবিষ্যতে সংঘাত এড়াতে আলোচনার পথে হাঁটার বার্তা দেওয়া হয়েছে।

You might also like!