Country

18 hours ago

India Pakistan Tensions Updates: পাঠানকোটে মুহুর্মুহু ড্রোন হামলা পাকিস্তানের, প্রচেষ্টা ব্যর্থ করল সেনা

Weapon debris found in Pathankot on Friday
Weapon debris found in Pathankot on Friday

 

পাঠানকোট, ১০ মে : পাকিস্তানের পাঠানকোটে মুহুর্মুহু ড্রোন হামলা চালালো পাকিস্তান, যদিও সবকটি প্রচেষ্টা ব্যর্থ করেছে ভারতীয় সেনা। পাঠানকোটে শনিবার ভোর থেকেই পাকিস্তানের ড্রোন হামলা অব্যাহত থাকে, বায়ুসেনা ১৫টিরও বেশি প্রচেষ্টা ব্যর্থ করেছে। একটি দোকানের বাইরে ড্রোনের একটি টুকরো পড়েছিল, যার ফলে জনতার মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়।পাঠানকোটে ভোর থেকেই পাকিস্তান থেকে আসা ড্রোন হামলা অব্যাহত রয়েছে, এ বিষয়ে স্থানীয়রা নিজেদের মতামত জানিয়েছেন। একজন স্থানীয় মহিলা বলেছেন, "শনিবার ভোর ৪টে থেকে এই হামলা একটানা ঘটছে। কিন্তু আমরা আমাদের ভারতীয় সেনাবাহিনী এবং বিমান বাহিনীর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, যারা মাঝ আকাশে পাকিস্তান থেকে আসা গোলাগুলি এবং ড্রোনগুলিকে বাধা দিচ্ছে এবং ধ্বংস করছে।"

You might also like!