নয়াদিল্লি, ১০ মে : পহেলগামে সন্ত্রাসী হামলার পাল্টা হিসেবে ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছে ভারত। গত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মোট ৯টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারতীয় সেনা। ‘অপারেশন সিঁদুর’-এ নিহত শীর্ষ স্থানীয় কয়েকজন জঙ্গি নেতার পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল ভারত। আরও উল্লেখযোগ্য ঘটনা হল, এই সব জঙ্গিদের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের বন্দোবস্ত করেছিল পাকিস্তান সরকার। যেখানে উপস্থিত ছিল সেনা, পুলিশ ও প্রশাসনের পদস্থ আধিকারিকরা।
ভারতের প্রকাশিত তালিকায় নাম আছে, আবু জিন্দাল, মহম্মদ জামিল, ইউসুফ আজহার, আবু আকশা এবং মোহাম্মদ হাসান খানের। ইউসুফ আজহার কান্ধাহার কাণ্ডের অন্যতম চক্রী। অন্যদিকে, মাসুদ আজহারের ভগ্নিপতি হল এই মহম্মদ জামিল। জইশের প্রথম সারির নেতা ছিল সে। মুরদিকে জঙ্গি ক্যাম্পে ভারতীয় অভিযানে নিকেশ হয়েছে এই পাঁচ প্রথম সারির জঙ্গি।