কলকাতা, ২৮ এপ্রিল : রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার ভুবনেশ্বর কুমার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে উঠলেন। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ভুবনেশ্বর ৩ টি উইকেট নিয়ে ১৮৫ ইনিংসে তার উইকেটের সংখ্যা ১৯৩-এ পৌঁছেছেন। তিনি পীযূষ চাওলাকে ছাড়িয়ে গেছেন, যিনি ১৯১ ইনিংসে ১৯২ উইকেট নিয়ে তার আইপিএল কেরিয়ার শেষ করেছিলেন। যুজবেন্দ্র চাহাল ১৬৭ ইনিংসে ২১৪ উইকেট নিয়ে প্রথম স্থানে রয়েছেন।
৩৫ বছর বয়সী ভুবনেশ্বর আরসিবির হয়ে ১২টি উইকেট নিয়েছেন। এই মরশুমের আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন এবং দলের হয়ে ১৫৭টি উইকেট নিয়েছেন। পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার হয়েও তিনি দুটি মরশুম খেলেছেন, ৩১টি ম্যাচে ২৪টি উইকেট নিয়েছেন। তিনি দুবার পার্পল ক্যাপ জিতেছেন ২০১৬ এবং ২০১৭ মরসুমে, এবং তিনি তৃতীয় বোলার যিনি দুবার এই কৃতিত্ব অর্জন করেছেন। ডোয়াইন ব্রাভো এবং হর্ষাল প্যাটেল হলেন আরও দুই খেলোয়াড় যারা দুবার পার্পল ক্যাপ জিতেছেন।