Game

3 hours ago

La Liga: লা লিগা, ভিয়ারেয়ালকে হারিয়ে লা লিগার শীর্ষে উঠল শাবি আলোন্সোর দল

Real Madrid beat Villarreal as Vinicius Jr scores two goals
Real Madrid beat Villarreal as Vinicius Jr scores two goals

 

সান্তিয়াগো, ৫ অক্টোবর: সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে ৩-১ গোলে জিতল রিয়াল ভিয়ারেয়ালের বিরুদ্ধেl দ্বিতীয়ার্ধের শুরুতে দলকে এগিয়ে নেওয়ার পর সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিউস। ভিয়ারেয়াল ব্যবধান কমানোর পর শেষ দিকে তৃতীয় গোলটি করেন এমবাপে। প্রায় ৭০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৬টি শট নেয় রিয়াল, এর সাতটি ছিল লক্ষ্যে। ভিয়ারেয়ালের ৯ শটের দুটি ছিল লক্ষ্যে। ৮ ম্যাচে সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরলো রিয়াল। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান বার্সিলোনার। টানা জয়ের পর হেরে ভিয়ারেয়াল ১৬ পয়েন্ট নিয়ে আছে তিনে। আসরে এটি তাদের দ্বিতীয় হার।

You might also like!