করাচি, ৪ অক্টোবর : এশিয়া কাপের ট্রফি বিতর্ক নিয়ে সমালোচনা যতই হোক, নিজের দেশে বীরের মর্যাদা পাচ্ছেন মহসিন নকভি। ‘শহীদ জুলফিকার আলি ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল’ পুরস্কারে সম্মানিত করা হবে তাকে। নৈতিক ও সাহসী পদক্ষেপের জন্য এই পুরস্কার পাচ্ছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান।
শনিবার নাকভিকে এই সম্মাননা জানানোর ঘোষণা করেছে সিন্ধ ও করাচি বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রধান অ্যাডভোকেট গুলাম আব্বাস জামাল। তিনি বলেন,"ভারতের সঙ্গে রাজনৈতিক ও ক্রীড়া সম্পর্কের তীব্র সঙ্কটের সময়ে নকভির শক্ত অবস্থান পাকিস্তানের জন্য গর্ব এনে দিয়েছে। ক্রিকেটের সীমানা ছাড়িয়ে দেশবাসীর মাথা উঁচু করে দিয়েছেন তিনি।"