Game

2 hours ago

India vs Pakistan, Women's World Cup: রবিবার মহিলা বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান মুখোমুখি, দুই দলের পরিসংখ্যান

India vs Pakistan, Women's World Cup
India vs Pakistan, Women's World Cup

 

কলকাতা, ৫ অক্টোবর : রবিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। উইমেন ইন ব্লু ১১টি ম্যাচে পাকিস্তানের কাছে কখনও হারেনি, যার মধ্যে চারটি বিশ্বকাপের লড়াইও রয়েছে।

ভারত বনাম পাকিস্তান মহিলা ওয়ানডে বিশ্বকাপ ২০২৫ ম্যাচের আগে মুখোমুখি লড়াইয়ের রেকর্ড, পরিসংখ্যান:

ওয়ানডেতে বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান মুখোমুখি রেকর্ড:

**ম্যাচ: ১১টি

**ভারত জিতেছে: ১১টি

**পাকিস্তান জিতেছে: ০

**শেষ ফলাফল: ভারত পাকিস্তানকে ১০৭ রানে হারিয়েছে (মাউন্ট মাউঙ্গানুই, ২০২২)

ওয়ানডেতে সর্বাধিক রান:

**রুমেলি ধর (ভারত)

ম্যাচ ৫, রান ২৯২

**মিতালি রাজ (ভারত)

ম্যাচ ৯, রান ২৭১

**জয়া শর্মা (ভারত)

ম্যাচ ৩, রান ২১২

ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট:

**একতা বিস্ত (ভারত)

ম্যাচ ৩, উইকেট ১১

**ঝুলন গোস্বামী (ভারত)

ম্যাচ ৯, উইকেট ১১

**নীতু ডেভিড (ভারত)

ম্যাচ ৩, উইকেট ৮ ।

You might also like!