দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলেন না। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন বিরাট কোহলি। রোহিত শর্মার অবসর ঘোষণার পর কোহলিও সোমবার সমাজমাধ্যমে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন।কোহলি লেখেন, ‘টেস্ট ক্রিকেটে ১৪ বছর হয়ে গেল ব্যাগি ব্লু জার্সি পরেছি। সত্যি বলতে, কখনও কল্পনা করতে পারিনি এই ফর্ম্যাট আমাকে এতটা এগিয়ে নিয়ে যাবে। টেস্ট ক্রিকেটই আমাকে তৈরি করেছে। ক্রিকেটের এই দীর্ঘ ফর্ম্যাট আমাকে যে শিক্ষা দিয়েছে, তা সারাজীবনের পাথেয়।’
কোহলি নাকি অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন একাধিকবার সতীর্থদের মনে করিয়ে দিয়েছিলেন, তাঁর টেস্ট কেরিয়ার খুব শীঘ্র ‘অবসান’ হতে চলেছে। সেই সময় প্রায় কেউই গুরুত্ব দেননি। অনেকেই ভেবেছিলেন, তিনি হয়তো মজা করছেন। সম্প্রতি রোহিত শর্মা অবসর নেওয়ার পর শোনা যায়, কোহলিও দীর্ঘতম ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত বিসিসিআইকে জানিয়েছেন। তবে বোর্ড তাঁকে ইংল্যান্ড সফরের গুরুত্বের কথা বুঝে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করে। তবে বোর্ডের সেই অনুরোধে মান ভাঙল না কোহলির। নিজের সিদ্ধান্তে অটল থেকে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিলেন তিনি।
গত অস্ট্রেলিয়া সফরের পর থেকেই টেস্ট থেকে সরে যাওয়ার কথা ভাবছিলেন কোহলি। ওই সফরে প্রথম টেস্টে শতরান করলেও বাকি সিরিজ়ে ব্যর্থ হন তিনি। কিন্তু তিনি যতই খারাপ ফর্মে থাকুন, বোর্ড চেয়েছিল ইংল্যান্ড সফরে তিনি যান। কারণ, রোহিতের পর কোহলিকেও যদি কঠিন এই সফরে না পাওয়া যায়, তা হলে ভারতীয় ব্যাটিং অনেকটাই অনভিজ্ঞ হয়ে পড়বে। সেই কারণেই বোর্ডের পক্ষ থেকে কোহলিকে অনুরোধ করা হয়েছিল এখনই টেস্ট ক্রিকেট না ছাড়তে। কিন্তু কোহলি শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তেই অনড় থাকলেন। রোহিতের মতো তিনিও বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাবেন না।
দেশের হয়ে ১২৩টি টেস্ট খেলে কোহলি করেছেন ৯২৩০ রান। গড় ৪৬.৮৫। ৩০টি শতরান এবং ৩১টি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে। ২০১৯ সালে পুণেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছিলেন অপরাজিত ২৫৪ রানের ইনিংস, যা টেস্ট ক্রিকেটে কোহলি সর্বোচ্চ রানের ইনিংস।