Country

11 hours ago

Amritsar: অমৃতসরে বিষমদ খেয়ে মৃত্যু ১৪ জনের, হাসপাতালে ভর্তি ৬ জন

14 people die after consuming poisoned liquor in Amritsar, 6 hospitalized
14 people die after consuming poisoned liquor in Amritsar, 6 hospitalized

 

অমৃতসর, ১৩ মে : পঞ্জাবের অমৃতসরে বিষমদ খেয়ে মৃত্যু হল ১৪ জনের। এছাড়াও অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ৬ জন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অমৃতসরের মাজিথায়। মঙ্গলবার সকালে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অমৃতসরের মাজিথা এলাকার তিনটি গ্রামে বিষাক্ত মদ খেয়ে ১৪ জন পুরুষের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ভাঙ্গালি এবং মারারি কালান গ্রামের তিনজন এবং থারিভাল গ্রামের কয়েকজন যুবক রয়েছেন।

অমৃতসরের এসএসপি মনিন্দর সিং বলেছেন, "সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ আমরা খবর পাই, বিষাক্ত মদ খাওয়ার পর মানুষ মারা যাচ্ছে। আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে ৪ জনকে আটক করেছি। আমরা প্রধান সরবরাহকারী পরবজিৎ সিংকে গ্রেফতার করেছি। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি এবং মূল সরবরাহকারী সাহাব সিং সম্পর্কে জানতে পেরেছি। আমরা তাকেও আটক করেছি।" এসএসপি আরও জানিয়েছেন, "পঞ্জাব সরকার থেকে আমাদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে, বিষাক্ত মদের সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অভিযান চলছে। শীঘ্রই প্রস্তুতকারকদের গ্রেফতার করা হবে। কঠোর ব্যবস্থার অধীনে ২টি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। সিভিল প্রশাসন, এবং আমরা আরও হতাহত এড়াতে এবং মানুষকে বাঁচাতে এই মদ পানকারী আরও লোকজনকে খুঁজে বের করার জন্য ঘরে ঘরে যাচ্ছি। ১৪ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং ৬ জন বর্তমানে হাসপাতালে ভর্তি। এই ঘটনাটি ৫টি গ্রামে ঘটেছে।"

You might also like!