ধর্মশালা, ৫ মে : শিমলার এমসি আদালত সানজাউলি মসজিদ সম্পূর্ণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে, এ বিষয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর। তিনি বলেছেন, "ওয়াকফ বোর্ডের মানসিকতা হল তারা কখনই নথি দেখাবে না। শিমলার সানজাউলিতে যেভাবে মসজিদ তৈরি করা হয়েছিল, তা অবৈধ ছিল। জমির কোনও নথি ছিল না। কয়েক মাস পরেও, নথি উপস্থাপন করা যায়নি। দেশে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে যেখানে ওয়াকফ দলিল ছাড়াই জমি দখল করেছে।"
জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলা প্রসঙ্গে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, "দেশবাসী পহেলগাম সন্ত্রাসী হামলার নিন্দা করেছে। বিশ্বজুড়ে পাকিস্তানের বিরুদ্ধে একটি পরিবেশ তৈরি হয়েছে। ভারত সরকার স্পষ্ট করে দিয়েছে, সঠিক সময়ে উপযুক্ত জবাব দেওয়া হবে।"