West Bengal

13 hours ago

WB HS Result 2025: উচ্চ মাধ্যমিক ২০২৫-এ ফল প্রকাশের নিরিখে শীর্ষে পূর্ব মেদিনীপুর,মেধাতালিকায় মোট ৭২জন!

A total of 72 people are on the merit list of Higher Secondary 2025
A total of 72 people are on the merit list of Higher Secondary 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: উচ্চমাধ্যমিক  পরীক্ষার ৫০ দিনের মাথায় আজ ফল প্রকাশিত হল। এবারে আবেদনকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ৪৮২৯৪৮। তাঁর মধ্যে পরীক্ষা দিয়েছেন  ৪৭৩৯১৯। এবারে উচ্চ মাধ্যমিক পাশ করেছে  ৯০.৭৯ শতাংশ। গতবার ছিল ৯০ শতাংশ।শীর্ষে পূর্ব মেদিনীপুর। পাশের হারে দ্বিতীয় উত্তর ২৪ পরগনা এবং তৃতীয় কলকাতা।

উচ্চ মাধ্যমিক ২০২৫-এর মেধাতালিকায় রয়েছেন মোট ৭২জন পরীক্ষার্থী। উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ণ পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭, শতাংশের হিসাবে ৯৯.৪।দ্বিতীয় হয়েছেন তুষার দেবনাথ। সে কোচবিহারের বাসিন্দা। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। উচ্চমাধ্যমিকে এ বছর তৃতীয় হয়েছেন আরামবাগের রাজর্ষি অধিকারী, সে পেয়েছে ৪৯৫। বাঁকুড়ার সৃজিতা চতুর্থ হয়েছে, তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৪।  

২০২৫-র  মেধা তালিকায় মোট ৭২ জনের মধ্যে কলকাতার স্কুল থেকে চার জন স্থান অর্জন করেছেন। পাঠভবন স্কুলের তথাগত রায় অষ্টম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর ৪৯০। পর্ণশ্রীর বেহালা হাই স্কুলের অঙ্কিত চক্রবর্তীও অষ্টম স্থানে রয়েছে, পেয়েছে ৪৯০। টাকি হাউস মাল্টিপারপাস স্কুল ফর বয়েজ়ের সৌনক বন্দ্যোপাধ্যায় এবং বেথুন কলেজিয়েট স্কুলের সৃজিতা দত্ত নবম স্থানে রয়েছে। তাদের প্রাপ্ত নম্বর ৪৮৯। পাশাপাশি উচ্চ মাধ্যমিকের প্রথম দশে এ বছর হুগলি থেকে সবচেয়ে বেশি পড়ুয়া রয়েছে। ইতিমধ্যে সংসদ জানিয়েছে, কোভিডের সময়ের তিন বছর বাদ দিলে গত ১০ বছরে সেরা ফলাফল হয়েছে এ বছর। শিক্ষা সংসদ জানিয়েছে, যারা অকৃতকার্য, তারা চাইলে নতুন সেমিস্টার ব্যবস্থায় চলে আসতে পারবে। বুধবার থেকেই সেই ব্যবস্থা চালু হয়ে যাবে। 

২০২৫-র  উচ্চমাধ্যমিক  পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৯.৪৬ শতাংশ। বাণিজ্য বিভাগে ৯৭.৫২ শতাংশ। কলা বিভাগে ৮৮.২৫ শতাংশ। তবে সামগ্রিক ভাবে পাশের হারে মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে। ছেলেদের পাশের হার ৯২ শতাংশের বেশি। মেয়েদের মধ্যে পাশের হার ৮৮ শতাংশের কিছু বেশি। গত বছরের তুলনায় এ বছর পাশের হার বেড়েছে। বার্ষিক ব্যবস্থায় শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হল এ বছরই। আগামী বছর থেকে সেমেস্টার ব্যবস্থা চালু হবে উচ্চ মাধ্যমিকে। 

পরীক্ষার্থীরা বুধবার দুপুর ২টো থেকে নির্ধারিত ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে রেজ়াল্ট দেখতে পারবেন। শিক্ষা সংসদের ওয়েবসাইট ‘রেজ়াল্ট ডট ডব্লিউবি ডট জিওভি ডট ইন’ (www.result.wb.gov.in), ‘রেজ়াল্ট ডট ডিজিলকার ডট জিওভি ডট ইন’ (www.result.digilocker.gov.in)-এ ফলাফল দেখা যাবে। পাশাপাশি, ‘WBCHSE Results’ অ্যাপের মাধ্যমেও ফলাফল দেখা যাবে। 

You might also like!