
নয়াদিল্লি, ৮ মে : বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার সর্বদলীয় বৈঠকে অপারেশন সিঁদুরের সাফল্য, পাকিস্তানে জঙ্গি ঘাঁটিতে ভারতের সামরিক অভিযান এবং পরবর্তী পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছে। বৈঠকে রাজনৈতিক দলগুলি অপারেশন সিঁদুর সম্পর্কে তাদের ঐক্য প্রদর্শন করে।পহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার জবাবে অপারেশন সিঁদুরের প্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর সভাপতিত্বে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদ ভবন চত্বরের কমিটি রুমে এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকের পর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিরিজু বলেন, অপারেশন সিঁদুর সম্পর্কে সকলকে অবহিত করা হয়েছে। বিভিন্ন দলের নেতারা পরামর্শ দিয়েছেন। সরকার এবং ভারতীয় বাহিনীকে সমর্থনের কথাও জানিয়েছেন।
