Breaking News
 
GOAT Tour: কলকাতায় মেসি-উন্মাদনা—কিং খানের সঙ্গে ফ্রেমবন্দি আর্জেন্তাইন মহাতারকা Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন

 

kolkata

3 days ago

WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা

No Extra Sheets in WB HS
No Extra Sheets in WB HS

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। চতুর্থ ও তৃতীয় সেমিস্টার (সাপ্লিমেন্টারি) পরীক্ষার সময়সীমার ক্ষেত্রে কর্তৃপক্ষ বিশেষ ছাড় দেবেন। জানানো হয়েছে, পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের আগেই শিক্ষা সংসদের মাধ্যমে ওএমআর শিট এবং প্রশ্নপত্র পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।তবে, এই সিদ্ধান্ত এখনও নির্ভর করছে চূড়ান্ত অনুমতির উপর। সে জন্য প্রস্তাব পাঠানো হয়েছে বিকাশ ভবনে।
সম্প্রতি শেষ হয়েছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার। সেখানে বেশ কিছু বিষয় পরীক্ষা দিতে গিয়ে সময়ের অভাবে হচ্ছে বলে অভিযোগ করেছিল পড়ুয়ারা। মূলত হিসাবশাস্ত্র, রসায়ন ও অঙ্ক পরীক্ষাতেই সমস্যার মুখোমুখি হয়েছিল তারা। দাবি উঠেছিল, কিছু বিষয়ে অতিরিক্ত সময় দেওয়ার। তারই প্রেক্ষিতে ১০ মিনিট অতিরিক্ত সময় পরীক্ষার সময় দেওয়ার ব্যবস্থা করতে চলেছে উচ্চ মাধ্যমিক  ২০২৬-এর ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিকের চতুর্থ তথা চূড়ান্ত সেমেস্টার আয়োজিত হতে চলেছে। এই পরীক্ষায় বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষা শুরু সকাল ১০টায়, শেষ হবে দুপুর ১২টায়। কিন্তু পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে, অর্থাৎ ৯.৫০ মিনিটে প্রশ্নপত্র হাতে পেয়ে যাবে পরীক্ষার্থীরা।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "পরীক্ষার সময় নির্দিষ্ট রেখে ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে প্রশ্নপত্র দেওয়া হবে ১০ মিনিট আগে। যাতে প্রশ্ন পড়ে উত্তর দেওয়ার সময় পায় পড়ুয়ারা।"
নিয়ম অনুযায়ী, যে দিন চতুর্থ সেমেস্টারের পরীক্ষা হবে সে দিনই দ্বিতীয় ভাগে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হবে। এটি হবে ওএমআরশিটে। পরীক্ষা শুরু হবে দুপুর ১ থেকে, শেষ হবে ২টো ১৫ মিনিটে। এখানেও ওএমআরশিট দেওয়া হবে পরীক্ষার্থীদের দশ মিনিট আগে অর্থাৎ ১২.৫০ মিনিটে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, পরীক্ষার সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না। তৃতীয় সেমেস্টার ১ ঘন্টা ১৫ মিনিট ও চতুর্থ সেমিস্টার দু'ঘন্টা হবে। পুরনো পরীক্ষার্থীর ক্ষেত্রে কোন‌ও নিয়ম পরিবর্তন হচ্ছে না। তারা ৩ ঘণ্টা ১৫ মিনিটে পরীক্ষা দেবেন।

You might also like!