
ডারবান, ১৩ ডিসেম্বর: এসএটোয়েন্টি লিগের সামনের আসরের জন্য প্রিটোরিয়া ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব পেলেন কেশাভ মহারাজ। গত মরসুম পর্যন্ত তিনি ছিলেন ডারবান সুপার জায়ান্টসের অধিনায়ক। ক্যাপিটালসে এর আগে নেতৃত্বে ছিলেন রাইলি রুশো। তার জায়গায় এলেন মহারাজ।
গত সেপ্টেম্বরে সবচেয়ে বেশি অর্থ প্রায় ১৮ লক্ষ ৫০ হাজার ডলার নিয়ে নিলামে বসে ফ্র্যাঞ্চাইজিটি। সবচেয়ে বেশি ১৬ জন খেলোয়াড়ের স্লটও ছিল তাদের। ওই নিলামেই দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডেওয়াল্ড ব্রেভিসকে কিনতে এসএ টোয়েন্টির রেকর্ড ৯ লক্ষ ৪৫ হাজার ডলার খরচ করেছিল ক্যাপিটালস।
এই নিলাম থেকেই তারা দলে যোগ করে মহারাজকে। এছাড়া লুঙ্গি এনগিডি, লিজাড উইলিয়ামস, ক্রেইগ ওভারটন, সাকিব মাহমুদ ও কোডি ইউসুফদের দলে টানে দলটি। এছাড়া আইপিএল থেকে অবসর নেওয়া তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেলকে ওয়াইল্ড কার্ড হিসেবে চুক্তিভুক্ত করেছে তারা।
