kolkata

5 hours ago

CBSE 12th Result Out Update: সিবিএসই পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee congratulates successful candidates of CBSE class 12 exams
Mamata Banerjee congratulates successful candidates of CBSE class 12 exams

 

কলকাতা, ১৩ মে : “এই বছর সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আমার সকল প্রিয় শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন”। মঙ্গলবার এক্সবার্তায় এ কথা লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “তোমাদের ভবিষ্যৎ প্রচেষ্টা আরও বৃহত্তর সাফল্যে পরিপূর্ণ হোক। তোমাদের সাফল্যের পেছনে যেসব অভিভাবক এবং শিক্ষক অবদান রেখেছেন, তাঁদের প্রতি রইল বিশেষ ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। যারা ব্যর্থতার সম্মুখীন হয়েছ, দয়া করে হতাশ হয়েও না। আমি তোমাদের ভবিষ্যৎ সাফল্যের ব্যাপারে নিশ্চিত এবং আত্মবিশ্বাসী। তোমাদের সকলের জন্য আমার আশীর্বাদ এবং শুভকামনা সর্বদা রইল।” প্রসঙ্গত, মঙ্গলবার প্রথমে প্রকাশিত হয় সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-র দ্বাদশ শ্রেণির ফলাফল। এর পর ঘোষণা করা হয় এ বছরের দশম শ্রেণির পরীক্ষার ফল। পরীক্ষা শেষের ৫৬ দিনের মাথায় ফল ঘোষণা করল বোর্ড।

You might also like!