দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নবদম্পতি দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। আজ, বুধবার সকালে তাঁদের ছেলে সৃঞ্জয় দাশগুপ্তর (২৭) রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নিউটাউন সাপুরজি আবাসনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সাপুরজির ই-ব্লকের ঘর থেকে সৃঞ্জয়ের নিথর দেহ উদ্ধার হয়। প্রথমে তাঁকে নিউটাউনের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বিধাননগর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সৃঞ্জয় ছিলেন তথ্যপ্রযুক্তি কর্মী। সল্টলেকের একটি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। পরিবারের এক সদস্য জানান, সম্প্রতি তাঁর মা রিঙ্কু মজুমদার বিজেপি নেতা দিলীপ ঘোষকে বিয়ে করেন। গত ১৮ ই এপ্রিল তাঁদের বিয়ে হলেও সৃঞ্জয় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তবে পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, তিনি মায়ের নতুন জীবনে খুশি ছিলেন।
সৃঞ্জয়-এর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আরজিকর হাসপাতালে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে আপাতত পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনার জেরে নবদম্পতির পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।