
জেহানাবাদ, ১০ মে : বিহারের জেহানবাদে বাস ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৯ জন। শনিবার ভোররাত তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে লোদিপুর এলাকায়। পুলিশ অফিসার বি কে সিং বলেছেন, শনিবার ভোররাত তিনটে নাগাদ লোদিপুর এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৩ জনের এবং ৯ জন আহত হয়েছেন। জেহানাবাদ-পাটনা সীমানায় একটি বিয়েবাড়ির বাস এবং ট্রাকের মধ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং ৯ জন আহত হয়েছেন। আহতদের পাটনার পিএমসিএইচে রেফার করা হয়েছে। ভোররাত তিনটে নাগাদ লোদিপুরের কাছে এই দুর্ঘটনা ঘটে।
