শ্রীনগর, ১১ অক্টোবর : জম্মু ও কাশ্মীরে আপাতত বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা নেই। আগামী ১৯ অক্টোবর পর্যন্ত মূলত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন আবহাওয়ায় বড় ধরনের কোনও হেরফের হওয়ার সম্ভাবনা নেই। শনিবার থেকে ১৯ অক্টোবর পর্যন্ত কৃষিকাজের জন্য অনুকূল থাকবে আবহাওয়া, তাই কৃষকদের চাষবাসের কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। চলতি মরশুমে ইতিমধ্যেই তুষারপাত হয়েছে কাশ্মীরের পাহাড়ি অঞ্চলে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিও হয়েছে। সাদা বরফে ঢেকে যায় উপত্যকার পাহাড়, তবে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত আবহাওয়া থাকবে মূলত শুষ্ক।