হায়দরাবাদ, ৯ অক্টোবর: বিআরএস নেতা টি হরিশ রাও-কে কোকাপেটে তাঁর বাসভবনে গৃহবন্দী করে রেখেছে পুলিশ। এমনটাই দাবি করলো ভারত রাষ্ট্র সমিতি। তাৎপর্যপূর্ণভাবে বৃহস্পতিবার সকাল থেকেই, হরিশ রাও-এর বাড়ির বাইরে পুলিশ মোতায়েন ছিল, এলাকাটি কঠোরভাবে ব্যারিকেড করা হয়েছে।
"বাস ভবন" কর্মসূচির আগে এই পদক্ষেপ করেছে পুলিশ। এদিন বিআরএস সদস্যরা সাম্প্রতিক আরটিসি বাস ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করার পরিকল্পনা করেছিলেন। তার আগেই এই তৎপরতা দেখা গেল পুলিশের। বিআরএস আরও দাবি করেছে, পুলিশ তাঁদের দলের কার্যকরী সভাপতি কে টি রামা রাও-কে তাঁর বাসভবনে গৃহবন্দী করে রেখেছে।