নয়াদিল্লি, ৯ অক্টোবর : বড়সড় সাফল্য পেল দিল্লি পুলিশ। রাজধানীতে ২৮ জন অবৈধ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দক্ষিণ-পূর্ব জেলা পুলিশের বাংলাদেশি সেল। বৃহস্পতিবার সকালে দিল্লি পুলিশ জানিয়েছে, ওই ২৮ জন বাংলাদেশি অবৈধভাবে ভারতে বসবাস করছিল। জিজ্ঞাসাবাদের পর জানা যায়, তারা আরও বেশ কয়েকজন অজ্ঞাত ব্যক্তির সঙ্গে পশ্চিমবঙ্গের খুলনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল।
২৮ জনকে এখন একটি অস্থায়ী আটক কেন্দ্রে রাখা হয়েছে, যেখানে তাদের বহিষ্কারের জন্য আরও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সক্রিয়ভাবে চলছে। এখনও পর্যন্ত, মোট ২৩৫ জন অবৈধ বাংলাদেশিকে বহিষ্কার করা হয়েছে।