West Bengal

11 hours ago

Nagrakata leopard Incident : নাগরাকাটার বামনডাঙা চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ

Nagrakata leopard (symbolic picture)
Nagrakata leopard (symbolic picture)

 

নাগরাকাটা, ২৯ সেপ্টেম্বর : নাগরাকাটার বামনডাঙা চা বাগানের ১৮ নম্বর লাইন থেকে সপ্তমীর ভোরে একটি বুনো খাঁচাবন্দি হল । বন দফতর জানিয়েছে মর্দা চিতাবাঘটি পূর্ণ বয়স্ক। রবিবার সন্ধায় সেখানে খাঁচার পাতা হয়। টোপ হিসেবে দেওয়া হয় একটি ছাগলকে।সোমবার সকালে খবর পেয়ে বনকর্মীরা খাঁচা সহ চিতাবাঘটিকে নিয়ে আসে। বন দফতরের (।বন্যপ্রাণ শাখার খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল দে বলেন, আপাতত চিতাবাঘটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ডায়না ও গরুমারা জঙ্গল ঘেরা বামনডাঙায় চিতাবাঘের উৎপাত কার্যত বছরভরের। এদিন একটি ধরা পড়লেও সেখানে আরও চিতাবাঘ রয়েছে। বন দফতর বাগানের মডেল ভিলেজ লাগোয়া স্থানে আরও একটি খাঁচা পেতে রেখেছে।

You might also like!