নয়াদিল্লি, ১১ অক্টোবর : সাধারণ নাগরিকদের ক্ষমতায়ন ও সাংবিধানিক মূল্যবোধকে শক্তিশালী করাই ছিল জয়প্রকাশ নারায়ণের প্রধান লক্ষ্য। এই লক্ষ্যেই নিজের জীবন উৎসর্গ করেছিলেন তিনি। লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকীতে এই বার্তাই তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী শনিবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ জানান, "ভারতের সবচেয়ে নির্ভীক বিবেকের কণ্ঠস্বর এবং গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচারের জন্য অক্লান্ত সমর্থক লোকনায়ক জেপি-র জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।"
প্রধানমন্ত্রী মোদী আরও জানান, "লোকনায়ক জেপি সাধারণ নাগরিকদের ক্ষমতায়ন এবং সাংবিধানিক মূল্যবোধকে শক্তিশালী করার জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। সম্পূর্ণ ক্রান্তির জন্য তাঁর আহ্বান একটি সামাজিক আন্দোলনের সূত্রপাত করেছিল, যা সাম্য, নীতিশাস্ত্র এবং সুশাসনের উপর ভিত্তি করে একটি দেশের কল্পনা করেছিল। তিনি অসংখ্য গণআন্দোলনকে অনুপ্রাণিত করেছিলেন, বিশেষ করে বিহার এবং গুজরাটে, যার ফলে ভারতজুড়ে সামাজিক-রাজনৈতিক জাগরণ দেখা দেয়। এই আন্দোলনগুলি কেন্দ্রের তৎকালীন কংগ্রেস সরকারকে নাড়া দিয়েছিল, যা পরবর্তীতে জরুরি অবস্থা জারি করে এবং আমাদের সংবিধানকে পদদলিত করে।"
Nanaji Deshmukh was deeply inspired by Loknayak JP. His reverence to JP and his vision for youth development, service and nation building can be seen in this message he shared when he was the Mahamantri of the Janata Party. pic.twitter.com/a5gYTP6V6J
— Narendra Modi (@narendramodi) October 11, 2025