Entertainment

4 hours ago

Unexpected Meeting:বাংলাদেশ থেকে ফেরার ফ্লাইটেই দেখা প্রাক্তনের সঙ্গে, শেষ কথায় কী জানালেন শেফালী?

Shefali’s Last Words to Her Ex on Bangladesh Return Flight
Shefali’s Last Words to Her Ex on Bangladesh Return Flight

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক: শেফালী জরীওয়ালার আকস্মিক মৃত্যু যেন এখনও বিশ্বাস করতে পারছেন না তাঁর ঘনিষ্ঠজনেরা। কীভাবে এত অল্প বয়সে থেমে গেল জীবনযাত্রা? হৃদ্‌রোগের আক্রমণ, না কি আচমকা রক্তচাপ কমে যাওয়ার ফল—ঠিক কোন কারণে এমন দুর্ঘটনা ঘটল, তা নিয়ে এখনও চলেছে ধোঁয়াশা ও নানা ধরনের অনুমান।কাঁটা লগা’ গানের জনপ্রিয় নৃত্যশিল্পীর জীবন যে এ ভাবে শেষ হতে পারে, তা যেমন তাঁর অনুরাগীরা মানতে পারছেন না, তেমনই শোকে ভেঙে পড়েছেন তাঁর স্বামী পরাগ ত্যাগীও।এই খবরে স্তব্ধ হয়ে গিয়েছেন প্রাক্তন স্বামী হরমিত সিংহও।অভিনেত্রী শেফালী জরীওয়ালার আকস্মিক মৃত্যুর খবরে আগেই শোকপ্রকাশ করেছেন তিনি।শেফালীর বাবা-মা এবং বর্তমান স্বামীর প্রতি শোকপ্রকাশ করেছেন। ভারাক্রান্ত হরমিতের মন। বার বার মনে পড়ছে শেফালীর সঙ্গে শেষ সাক্ষাৎ। কী কথা হয় দু’জনের?

বছর দুয়েক আগের কথা, বাংলাদেশ থেকে একটি অনুষ্ঠান করে ফিরছিলেন তিনি। সেই সময় দেখা হয় শেফালী ও হরমিতের। তাঁদের সঙ্গে ছিলেন সানি লিওনি। বিমানে শেফালীর পাশে বসেন হরমিত। দীর্ঘ ক্ষণ কথা হয়। হরমিত বলেন, “সেদিন ঘণ্টার পর ঘণ্টা কথা হয়। সম্পর্ক ভেঙে গেলেও একটি বিশেষ সম্পর্ক ছিল আমাদের। কোথাও কোনও অনুষ্ঠানে বা পার্টিতে দেখা হলে, আমাদের ভাল ভাবেই কথা হত। সৌজন্যের সম্পর্ক ছিল আমাদের।”

২০০৪ সালে সঙ্গীত প্রযোজক হরমিত সিংহের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শেফালী।মাত্র পাঁচ বছরেই তিক্ত হয়ে যায় সেই সম্পর্ক। বিচ্ছেদের পূর্বে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলেন শেফালী। এমনকি হরমিত তাঁর টাকা হাতিয়ে নিয়েছেন বলেও জানিয়েছিলেন প্রয়াত অভিনেত্রী। পরবর্তী কালে বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে অসুখী দাম্পত্যের কথাও জানান শেফালী।


You might also like!