দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পরনে কালো পোশাক। চোখে রোদচশমা। কিন্তু তাতেও আড়াল হল না চোখের জল। রবিবার মুম্বই বিমানবন্দরে কাঁদতে দেখা গেল নোরা ফতেহিকে। সোশাল মিডিয়ায়ই ছড়িয়ে পড়েছে সেই ছবি। কিন্তু কেন চোখে জল অভিনেত্রীর? তা স্পষ্ট নয়।এই দিন কাঁদতে কাঁদতে বিমানবন্দরে প্রবেশ করতে দেখা যায় নোরাকে। চোখ ঢাকা থাকলেও তাঁর মুখের অভিব্যক্তি স্পষ্ট বলে দেয়, মন ভাল নেই নোরার। অঝোরে কাঁদতে কাঁদতেই প্রবেশ করছেন তিনি। পিছনে ছিলেন অভিনেত্রীর দেহরক্ষী।
নোরাকে দেখেই ছুটে আসেন ছবিশিকারিরা ও কয়েকজন অনুরাগী। বিমানবন্দরে প্রবেশ করার সময়ে এক অনুরাগী নোরার সঙ্গে নিজস্বী তোলার জন্য অনেকটা এগিয়ে যান। সেই সময়ে সঙ্গে সঙ্গে তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন দেহরক্ষী। দেহরক্ষীর অভিব্যক্তিও স্পষ্ট বলে দেয়, নোরার মন ভাল নেই। কিন্তু ঠিক কী কারণে অভিনেত্রী কাঁদছেন, তা অবশ্য জানা যায়নি। যদিও অনুরাগীদের অনুমান, কাছের কোনও মানুষকে হারিয়েছেন অভিনেত্রী।বিমানবন্দরে আসার এক ঘণ্টা আগেই নোরা তাঁর সমাজমাধ্যমে লিখেছিলেন, “ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন।” যার অর্থ, “সত্যিই আমরা আল্লারই অংশ। সত্যিই আমরা তাঁর কাছেই ফিরে যাই।” কারও মৃত্যুর খবরে ইসলাম ধর্মাবলম্বীরা এটি বলে থাকেন।
কয়েক মাস আগেই মুক্তি পেয়েছে নোরার ওয়েব সিরিজ় ‘দ্য রয়্যালস্’। সিরিজ়ে নোরার সঙ্গে দেখা গিয়েছে ঈশান খট্টর, ভূমি পেডনেকর, জ়িনত আমন, সাক্ষী তনওয়ার ও দিনো মোরিয়াকেও। ঈশান খট্টরের প্রাক্তন প্রেমিকা আয়েশার চরিত্রে অভিনয় করেছেন নোরা।