দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ৫১ বছরে পা দিয়েছেন, কিন্তু তাঁর এই বয়সের ছাপ বাইরে থেকে বোঝা যায় না। ভক্তরা তাঁকে দেখে মুগ্ধ, কিন্তু নিন্দুকরা কি আর রুচির সঙ্গে থাকতে পারে? তাঁরা নানা রকম কটাক্ষ করেছেন মালাইকা সম্পর্কে। এমনকি তাঁকে ‘বুড়ি’ বলেও খোঁচা দিয়েছেন। তবে এই সব মন্তব্য মালাইকাকে ভেঙে দিতে পারেনি। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, এই ধরনের কটাক্ষ তাঁর উপর তেমন প্রভাব ফেলে না।
মালাইকাকে বারবার কটাক্ষ করা হয়েছে তাঁর বয়স এবং সাহসী পোশাকের জন্য। তবে তিনি চান না, এই ধরনের মন্তব্য তাঁর আত্মবিশ্বাসে প্রভাব ফেলে। এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, “অনেকেই আমাকে বলে ‘বুড়ি’। কখনও কখনও এদের কথায় মন খারাপ হয়, ঠিকই। তবে এরা আসলে আমার সাহসী ও শক্তিশালী ব্যক্তিত্বটাই দেখছে।” অভিনেত্রী জানান, বাইরের চেহারা সবসময় হাসিখুশি মনে হলেও তাঁরও ভিতরে যন্ত্রণা থাকে। কিছু কথায় তাঁর মন আঘাত পায়, কিন্তু তিনি চেষ্টা করেন এগুলোকে ইতিবাচকভাবে মোকাবিলা করতে।
মালাইকা বলেন, “আপনারা যা মনে করেন বলুন। আমি তাতে কোনো অসুবিধা পাই না। কিছু মানুষের কাজই ভুলত্রুটি তুলে এনে কটাক্ষ করা। তাই তাঁদের নিয়ে চিন্তা না করে নিজের ইচ্ছে অনুযায়ী বাঁচা সবচেয়ে গুরুত্বপূর্ণ।” এভাবে তিনি কটাক্ষের মুখেও নিজের মনোবল বজায় রাখেন এবং ভক্তদের কাছে সেই সাহসিকতার উদাহরণ হয়ে উঠেছেন। প্রশ্ন উঠে, তাঁর পুত্র আরহান খানের কাছে মা কটাক্ষের শিকার হলে কেমন লাগে? মালাইকা জানিয়েছেন, তাঁর পুত্রই তাঁর সবচেয়ে বড় সমর্থক। আরহান সবসময় বলেই, ‘কে কী বলছে, তাতে কী আসে যায়! তুমি কেন মন খারাপ করছ?’ এই সমর্থন মালাইকাকে মানসিকভাবে শক্ত রাখে। তাই বয়স নিয়ে কটাক্ষ বা অনাকাঙ্ক্ষিত মন্তব্য তাঁকে মন খারাপ করতে পারে না।
মালাইকার এই দৃষ্টিভঙ্গি হলো আত্মবিশ্বাস, সাহস এবং ইতিবাচক মনোভাবের পরিচয়। বয়সের ছাপ বা নিন্দুকদের মন্তব্য কখনো তাঁকে থামাতে পারেনি। বরং প্রতিটি কটাক্ষ তাঁকে আরও দৃঢ় এবং নিজের ব্যক্তিত্বকে আরও উজ্জ্বলভাবে প্রকাশ করার প্রেরণা জোগাচ্ছে। তাঁর ভক্তরা বলেন, মালাইকার এই শক্তিশালী মনোবল নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা। সবমিলিয়ে মালাইকা অরোরা প্রমাণ করেছেন, বয়স শুধু একটি সংখ্যা। আত্মবিশ্বাস, সাহস এবং নিজের ইচ্ছে অনুযায়ী বাঁচার মানসিকতা জীবনের আসল শক্তি। কটাক্ষ বা সমালোচনা কখনোই একজন মানুষকে থামাতে পারে না, যদি তিনি নিজের প্রতি বিশ্বাস রাখেন। মালাইকা সেই বার্তাই প্রতিনিয়ত ভক্তদের কাছে পৌঁছে দিচ্ছেন।