Country

4 days ago

India Airport Shut: দেশের বিমানবন্দরগুলিতে জোরদার নিরাপত্তা, বিমানে ওঠার আগে যাত্রীদের অতিরিক্ত তল্লাশির নির্দেশ

India Airport Shut
India Airport Shut

 

নয়াদিল্লি, ৯ মে : দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি ভারতের সমস্ত বিমানবন্দর এবং বিমান সংস্থাগুলিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য নির্দেশ জারি করেছে। নতুন নির্দেশিকা অনুসারে, এখন থেকে প্রত্যেক যাত্রীকে বিমানে ওঠার আগে "সেকেন্ডারি ল্যাডার পয়েন্ট চেক" করা বাধ্যতামূলক হবে। এছাড়াও, বিমানবন্দরের টার্মিনাল ভবনগুলিতে দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক সূত্রে জানা গেছে, পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এয়ার মার্শালদেরও মোতায়েন করা হবে, যাতে যেকোনও অপ্রত্যাশিত কার্যকলাপের ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়। ভ্রমণের আগে যাত্রীদের অতিরিক্ত সময় নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

You might also like!