Country

5 days ago

Operation Sindoor: পাকিস্তানে এয়ার স্ট্রাইকের পর রাজস্থানে সতর্কতা, জরুরি প্রস্তুতির নির্দেশ

Rajasthan on high alert after air strike on Pakistan
Rajasthan on high alert after air strike on Pakistan

 

জয়পুর, ৮ মে  : পাকিস্তানে এয়ার স্ট্রাইকের পর রাজস্থান সরকার সতর্কতা জারি করেছে। স্বরাষ্ট্র দফতর জেলা প্রশাসন ও পুলিশকে গাইডলাইন দিয়ে জানিয়েছে, সমস্ত হাসপাতালে ওষুধ ও রক্ত মজুত রাখতে হবে। জরুরি অবস্থায় স্কুল ও হাসপাতালকে ত্রাণ শিবিরে পরিণত করার নির্দেশ দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নজরদারি বাড়ানো, উসকানিমূলক পোস্টের কড়া ব্যবস্থা নেওয়া, সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিদ্যুৎ, জল, খাবার-সহ জরুরি পরিষেবাগুলির সরবরাহ সচল রাখার নির্দেশও দেওয়া হয়েছে। প্রশাসন ও সেনার মধ্যে সমন্বয় বজায় রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে।


You might also like!