নয়াদিল্লি, ৬ মে : শিশু অধিকার রক্ষায় আন্তর্জাতিক মঞ্চে অসামান্য অবদানের জন্য ‘জাস্ট রাইটস ফর চিলড্রেন’-এর প্রতিষ্ঠাতা ভুবন রিভুকে ‘মেডেল অফ অনার’-এ সম্মানিত করল ওয়ার্ল্ড জুরিস্ট অ্যাসোসিয়েশন। তিনিই প্রথম ভারতীয় আইনজীবী যিনি এই আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন। ডমিনিকান রিপাবলিকে আয়োজিত ওয়ার্ল্ড ল’ কংগ্রেসে ৭০টিরও বেশি দেশের ১৫০০ বিশিষ্ট আইনজ্ঞের উপস্থিতিতে তাঁকে সম্মান জানানো হয়। দুই দশকের বেশি সময় ধরে শিশু রক্ষা নিয়ে কাজ করছেন তিনি। তাঁর প্রতিষ্ঠিত ‘জাস্ট রাইটস ফর চিলড্রেন’ বর্তমানে পশ্চিমবঙ্গ–সহ ২৩ রাজ্যে সক্রিয়, যার মূল লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহ নির্মূল করা।
পুরস্কার গ্রহণ করে রিভু বলেন, “বাচ্চাদের যেন একা কখনও ন্যায়বিচারের জন্য লড়তে না হয়। আইনই হবে তাদের ঢাল, ন্যায় হবে তাদের অধিকার।” সংগঠনের প্রেসিডেন্ট বলেন, “ভুবনের মতো মানুষ আইনকে শক্তি বানিয়ে লক্ষ লক্ষ শিশু ও মহিলার জীবন বদলে দিয়েছেন।” উল্লেখ্য, রিভু ইতিমধ্যেই শিশু পাচার, বাল্যবিবাহ ও যৌন নির্যাতনের বিরুদ্ধে ৬০টিরও বেশি জনস্বার্থ মামলা দায়ের করেছেন, যা বহু ঐতিহাসিক রায় এনে দিয়েছে। তাঁর রচিত বই 'হোয়েন চিলড্রেন হ্যাভ চিলড্রেন'-এ উল্লেখ করা বাল্যবিবাহ প্রতিরোধ কৌশলকে ২০২৪ সালে সুপ্রিম কোর্ট স্বীকৃতি দিয়েছে।