Country

4 days ago

Papal Conclave 2025: নির্বাচিত নতুন পোপ, ক্যাথলিকদের অভিনন্দন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের

Newly elected Pope Leo XIV
Newly elected Pope Leo XIV

 

গুয়াহাটি, ৯ মে  : নতুন পোপ হিসেবে কার্ডিনাল রবার্ট প্রিভোস্ট নির্বাচিত হওয়ায় ক্যাথলিকদের অভিনন্দন জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। আজ শুক্রবার নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে কার্ডিনাল রবার্ট প্রিভোস্টের ফটো সেঁটে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ক্যাথলিকদের অভিনন্দন জানিয়েছেন। মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘নতুন পোপ – চতুর্দশ পোপ হিসেবে কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রিভোস্টের নির্বাচিত হওয়ায় বিশ্বজুড়ে সকল ক্যাথলিকদের অভিনন্দন।’ ৬৯ বছর বয়সি কার্ডিনাল রবার্ট প্রিভোস্ট ক্যাথলিক চার্চের ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম পোপ নির্বাচিত হয়েছেন। অগাস্টিনিয়ান ধর্মীয় সম্প্রদায়ের সদস্য প্রিভোস্ট লিও চতুর্দশ নাম ধারণ করেছেন।

You might also like!