Country

5 days ago

India Pakistan Conflict: পাক এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করল ভারত

S-400 Air Defence System
S-400 Air Defence System

 

নয়াদিল্লি, ৮ মে : লাহোরে ঢুকে কার্যত গুড়িয়ে দেওয়া হল পাক বায়ুসেনার প্রতিরক্ষা ব্যবস্থা। জানা গেছে, জম্মু-কাশ্মীরের শ্রীনগর, পাঠানকোট, জম্মু, অবন্তীপুর ছাড়া পাঞ্জাবের অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড় সহ একাধিক জায়গায় ড্রোন হামলা করার চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেমের দ্বারা সেই ড্রোনগুলি নষ্ট করে দেওয়া হয়েছে। ভারত আজ সকালে ড্রোন দিয়ে লাহোর থেকে রাওয়ালপিন্ডি পর্যন্ত ১৫টি পাকিস্তানি শহরকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। এই সময়কালে, ভারত বেশ কয়েকটি স্থানে বিমান প্রতিরক্ষা রাডার এবং সিস্টেমগুলিকে লক্ষ্য করে লাহোরে এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে।

You might also like!