Country

5 days ago

Recruitment Scam: নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্তদের জামিনের মামলায় সুপ্রিম কোর্টে বিপাকে রাজ্য

Recruitment Scam (Symbolic picture)
Recruitment Scam (Symbolic picture)

 

নয়াদিল্লি, ৮ মে : নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলায় সুপ্রিম কোর্টে বিপাকে রাজ্য। তাঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির মামলায় বিচারের জন্য প্রয়োজনীয় অনুমোদন দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালত পশ্চিমবঙ্গ সরকারকে এই ছাড়পত্র দেওয়ার নির্দেশ দেয়৷ নিয়োগ মামলায় পার্থবাবুর সহকারী অভিযুক্তদের বিচারপ্রক্রিয়া শুরু করার অনুমোদন মিলছে না বলে সুপ্রিম কোর্টে অভিযোগ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এর পরেই শীর্ষ আদালতের প্রশ্ন, কেন রাজ্য অনুমোদন দিচ্ছে না? এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যকে সময়ও বেঁধে দিল আদালত। পার্থবাবু ছাড়াও এসএসসি এবং শিক্ষা দফতরের পাঁচ জন আধিকারিককে গ্রেফতার করেছিল সিবিআই। তাঁরা হলেন সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা এবং অশোককুমার সাহা।

সুপ্রিম কোর্টে সিবিআইয়ের আইনজীবী এসভি রাজু বলেন, কলকাতা হাই কোর্ট একাধিক বার বিচারপ্রক্রিয়া শুরু করতে বলা সত্ত্বেও রাজ্য অনুমোদন দেয়নি। এর পরেই বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংহের বেঞ্চ জানায়, দ্রুত অভিযুক্তদের বিচারপ্রক্রিয়া শুরুর অনুমোদন নিয়ে সিদ্ধান্ত নিতে হবে রাজ্যকে। সুপ্রিম কোর্টের নির্দেশ, আগামী দু’সপ্তাহের মধ্যে রাজ্যকে সিদ্ধান্ত জানাতে হবে। সেই মতো বিচারপ্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেবে নিম্ন আদালত। আগামী ১৭ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। ওই দিন পার্থ-সহ সমস্ত অভিযুক্তের জামিনের আবেদন শুনবে আদালত। প্রসঙ্গত, ২০২২ সালের ২৩ জুলাই ইডি শিক্ষা দুর্নীতি মামলায় পার্থকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে ৷ সেই থেকেই জেলেই আছেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব ৷

You might also like!