কলকাতা : সোমবার বুদ্ধপূর্ণিমার দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে চলবে কম মেট্রো। তবে প্রান্তিক স্টেশন থেকে প্রথম এবং শেষ মেট্রো ছাড়বে নির্দিষ্ট সময়েই। কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ শনিবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানায়।
এমনি কবি সুভাষ-দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর-কবি সুভাষ পর্যন্ত ব্লু লাইনে প্রতিদিন ২৬২টি মেট্রো চলে। তবে বুদ্ধপূর্ণিমায় ১১৮ জোড়া করে মোট ২৩৬টি মেট্রো চলবে। ওইদিন সকালে নোয়াপাড়া থেকে কবি সুভাষ, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে সকাল ৬টা ৫০ মিনিটে পরিষেবা শুরু হবে।
আবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এবং মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সকাল ৬টা ৫৫ মিনিটে পরিষেবা শুরু হবে।