নয়াদিল্লি,:পাকিস্তানের তিনটি বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত। এমনই দাবি পাক-সেনার। শনিবার ভোর চারটে নাগাদ পাক-সেনার মুখপাত্র জেনারেল আহমেদ শরিফ চৌধুরী সাংবাদিকদের বলেন, রাওয়ালপিন্ডির নুর খান, চাকওয়ালের মুরিদ এবং রাফিকি বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত । তবে ভারতের হামলায় পাকিস্তানের বায়সেনা ঘাঁটির কোনও ক্ষতি হয়নি বলে তাঁর দাবি । তিনি জানান, ভারতের তরফে এয়ার টু সারফেস ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল ।
এদিকে, পাক হানায় প্রাণ গেল রাজৌরির অতিরিক্ত ডেপুটি কমিশনার রাজ কুমার থাপার ৷ আহত হয়েছেন তাঁর দুই সহকর্মীও। শনিবার ভোরে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে এই ঘটনাটি ঘটেছে । জানা গিয়েছে, এদিন ভোরে তাঁর বাডিতে পাকিস্তানের দিক থেকে আসা গোলা গিয়ে পড়ে । তাতেই তিনি গুরুতর আহত হন। পাশাপাশি তাঁর দুই সহকর্মীও আহত হন । তাঁদের দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই এই সরকারি আধিকারিকের প্রাণ যায়। বাকিদের চিকিৎসা চলছে ।