নয়াদিল্লি, ১০ মে : পাকিস্তানকে আবারও যোগ্য জবাব ফিরিয়ে দিল ভারত। পাকিস্তানের অন্তত ৪টি বিমানঘাঁটিতে ভারত হামলা চালিয়েছে, এমনটাই জানা গিয়েছে। শুক্রবার রাতে ২৬টি স্থানে আক্রমণ চালিয়েছে পাকিস্তান। এরপর ভারতও পাল্টা পদক্ষেপ নিয়েছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর অনেক স্থানে মাঝেমধ্যে গোলাগুলি চলছে। শ্রীনগর এবং সংলগ্ন এলাকায় পাকিস্তানের সঙ্গে তীব্র সংঘর্ষ চলছে। জম্মু ও কাশ্মীরের রাজৌরি অঞ্চলে ধারাবাহিক বিস্ফোরণের ফলে বাড়ি-ঘর ও সম্পত্তির ক্ষতি হয়েছে। উধমপুরের ডিব্বার এলাকা থেকে বিকট বিস্ফোরণের পর ধোঁয়া উঠতে দেখা গিয়েছে। এয়ার সাইরেন বাজানো হয়েছে। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তানের ড্রোন হামলা ও অন্যান্য অস্ত্রশস্ত্রের বাড়বাড়ন্ত অব্যাহত রয়েছে। শনিবার ভোর ৫টা নাগাদ অমৃতসরের খাসা ক্যান্টনমেন্টের উপর দিয়ে একাধিক সশস্ত্র ড্রোন উড়তে দেখা গিয়েছে। যদিও, ভারতের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলি তাৎক্ষণিকভাবে শত্রুপক্ষের ড্রোনগুলিকে ধ্বংস করে দেয়।