Country

4 days ago

India Pakistan Tensions: পাক হামলায় ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি, সারারাত আতঙ্কে কাটালেন সীমান্তের বাসিন্দারা

Several House Damaged in Border Area
Several House Damaged in Border Area

 

জম্মু ও জয়পুর, ৯ মে : সম্পূর্ণ ব্ল্যাকআউট, সাইরেনের শব্দ, রাতের আকাশে বিস্ফোরণ! পাকিস্তানের দিক থেকে আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে একাধিক মিসাইল উড়ে আসতে থাকে ভারতের দিকে। যদিও, ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাক হামলা প্রতিহত করতে সক্রিয় হয়েছে। জম্মুতে সাইরেনের শব্দ শোনার পরই সম্পূর্ণ ব্ল্যাকআউট ঘোষণা করা হয়। পুঞ্চ ও রাজৌরিতে নিয়ন্ত্রণরেখার কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে আঘাত হানার পরই বৃহস্পতিবার রাতে হামলা চালায় পাকিস্তান। জম্মু ও কাশ্মীর, রাজস্থান ও পঞ্জাবের সীমান্তবর্তী এলাকায় মর্টার হামলা চালায় পাকিস্তান। বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরে বড়সড় অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিয়েছে বিএসএফ। পাক হামলায় জম্মু ও কাশ্মীরের উরিতে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ি। গত রাতে পাকিস্তানের গোলাবর্ষণের ফলে জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী অনেক এলাকায় বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক বাড়ি পুড়ে গিয়েছে, কিছু বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

জম্মু ও কাশ্মীরের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, "গত রাত ৮টা নাগাদ আমরা ৩-৪টি ড্রোন দেখতে পাই। প্রতিশোধমূলক গুলিবর্ষণ শুরু হয়, যা সারা রাত ধরে চলে। পাকিস্তান যা করেছে তা ঠিক নয়। আমরা ভীত নই। এখানে স্কুল বন্ধ রয়েছে।" রাজস্থানের একজন স্থানীয় বাসিন্দা বলেন, "সমস্ত পাকিস্তানি ড্রোন ধ্বংস করা হয়েছে। মানুষের মধ্যে শান্তি বিরাজ করছে এবং কোনও ভয় নেই। আমরা ভারতীয় বিমান বাহিনী এবং সেনাবাহিনীর পাশে আছি। আমরা বিস্ফোরণের শব্দ শুনেছি, কিন্তু স্থলভাগে কোনও বিস্ফোরণ ঘটেনি।"

You might also like!