kolkata

8 hours ago

Malaria Situation: ম্যালেরিয়ায় বিপর্যস্ত তিলোত্তমা, ২০২৪-এও দেশের শীর্ষ সংক্রমিত জেলার তালিকায় কলকাতা!

Kolkata ranks sixth in the country in the Centre's annual malaria report
Kolkata ranks sixth in the country in the Centre's annual malaria report

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: একটা সময়ে তিলোত্তমা বলা হতো গর্ব করে। কিন্তু এখন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বার্ষিক রিপোর্টে সেই কলকাতা ম্যালেরিয়ার মরণফাঁদে বারবার উঠে আসছে দেশের প্রথম সারির জেলাগুলোর তালিকায়। বর্ষা এখনও  পুরোপুরি জাঁকিয়ে পড়েনি। অথচ তার আগেই আশঙ্কার ছবি ফুটে উঠেছে সরকারি পরিসংখ্যানে। ২০২৪ সালের ম্যালেরিয়া সংক্রান্ত কেন্দ্রীয় রিপোর্ট বলছে, দেশে যেখানে বহু জেলা এই রোগের মোকাবিলায় উল্লেখযোগ্য  অগ্রগতি করেছে, সেখানে কলকাতা এখনও রয়েছে সঙ্কটের তালিকায়।

২০২১, ২০২২ ও ২০২৩—টানা তিন বছর দেশের মধ্যে ম্যালেরিয়া সংক্রমণে এক নম্বরে ছিল কলকাতা জেলা। এখনও দেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৭৭৫ জেলার মধ্যে প্রথম ১০-এর মধ্যেই রয়েছে এই শহর। ২০২৪ সালে  কলকাতায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ১০,১৭৭ জন। এর থেকে বেশি আক্রান্তের সংখ্যা রয়েছে শুধু ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম (১৯,১৯৯), ওড়িশার কালাহাণ্ডি (১৪,৩৯৯), রায়গাডা (১৩,৮৩৫), কান্ধামাল (১১,১৪৬) এবং ঝাড়খণ্ডের গোড্ডা (১০,২৮৮) জেলায়।

ভারতের প্রধান মেট্রোপলিটন শহরগুলোর মধ্যে শুধু কলকাতাই এখনও ম্যালেরিয়ার মতো প্রাচীন মশাবাহিত রোগে এত বিপুল সংক্রমণের শিকার হচ্ছে। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই বা হায়দরাবাদ—কোনও শহরই এই  তালিকায় নেই। এটাই বলছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান। কলকাতায় ম্যালেরিয়া সংক্রমণের যে ধারাবাহিকতা তা ভয় ধরানোর মতো। ২০২০ সালে এই শহরে আক্রান্ত হন ১১,০৬৯ জন—দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। এর পরের বছর, ২০২১-এ আক্রান্ত ২১,২৯০ জন—দেশে সর্বোচ্চ। ২০২২-এ সেই সংখ্যা আরও বেড়ে দাঁড়ায় ২৭,২০৯-এ। ২০২৩-এ আক্রান্ত হয় ১৭,০০২ জন।এবছর কিছুটা কমে ১০,১৭৭ হলেও, এখনও তা জাতীয়  পর্যায়ে ষষ্ঠ স্থানে, যা উদ্বেগজনকই।

পরিসংখ্যান বলছে, কলকাতা এখনও ম্যালেরিয়া সংক্রমণের অন্যতম বড় হটস্পট। বর্ষা শুরু হওয়ার আগেই যদি এত সংখ্যক মানুষ আক্রান্ত হন, তাহলে মূল বর্ষার মরসুমে কী হতে চলেছে তা সহজেই অনুমান করা যায়। তবে এই সমস্যার সমাধান একা সরকারের পক্ষে সম্ভব নয়। চাই নাগরিক সচেতনতা, পুরসভা-রাজ্য প্রশাসনের দৃঢ় পরিকল্পনা এবং স্বাস্থ্য দফতরের তৎপরতা।

You might also like!