কলকাতা, ২ জুলাই : “তৃণমূলীরা চোর-জোচ্চোর একথা কে না জানে? ওদের ক’টা নেতা-মন্ত্ৰী জেল খেটেছে বা এখনো খাটছে তার হিসেবে নিলেই তো হয়! কিন্তু এত বোকা আর নির্লজ্জ, তা জানতাম না।” বুধবার সামাজিক মাধ্যমে এই মন্তব্য করেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি লিখেছেন, “মাত্র ক'দিন আগে এক নেতা মনোজিৎ মিশ্র গণধর্ষণ করে ধরা পড়ল - সেটা ঢাকা দেবার জন্য সর্বত্যাগী সন্ন্যাসী কার্তিক মহারাজের নামে কোথাকার কে এক মেয়েছেলেকে দিয়ে নালিশ করিয়েছে, উনি নাকি কোন সুদূর অতীতে ওকে ধর্ষণ করেছিলেন! এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা! মনোজিতের পাপ চাপা দেওয়াও হবে, আবার লড়াকু হিন্দু সাধুকে বদনাম করে মুসলমানের ভোট পাকা করাও হবে!”
তৃণমূলীরা চোর-জোচ্চোর একথা কে না জানে? ওদের ক’টা নেতা-মন্ত্ৰী জেল খেটেছে বা এখনো খাটছে তার হিসেবে নিলেই তো হয়! কিন্তু এত বোকা আর নির্লজ্জ, তা জানতাম না।
— Tathagata Roy (@tathagata2) July 2, 2025
মাত্র ক'দিন আগে এক নেতা মনোজিৎ মিশ্র গণধর্ষণ করে ধরা পড়ল - সেটা ঢাকা দেবার জন্য সর্বত্যাগী সন্ন্যাসী কার্তিক মহারাজের নামে…