দেড় বছর বন্ধ হয়ে থাকা বর্জ্য প্রক্রিয়া মেশিন আবার চালু হলো দুর্গাপুরের শংকরপুরের ডাম্পিং ইয়াডে। দুর্গাপুর পুরসভার তত্ত্বাবধানে বেসরকারি সংস্থার উদ্যোগে আবার চালু হলো বর্জ্য প্রক্রিয়াকরণ। এই মেশিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরো সভার প্রশাসক মন্ডলীর সদস্যা রাখি তেওয়ারি ও সদস্য ধর্মেন্দ্রর যাদব এছাড়া উপস্থিত ছিলেন বেসরকারি সংস্কার আধিকারিকরা। এই বর্জ্য প্রক্রিয়াকরণের মেশিন টিতে তিন রকমের প্রক্রিয়া হবে। প্রথমে প্লাস্টিক আলাদা হবে, তারপর লোহার কুচি আলাদা করবে এবং তার সাথে সাথে সার ও তৈরি হবে।