Entertainment

4 hours ago

Heartbreaking Tribute: স্মরণসভায় সাদা ফুলে ঢেকে রাখা শেফালীর ছবি, চোখের জল ধরে রাখতে পারলেন না বাবা ও স্বামী

Shefali memorial service
Shefali memorial service

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : অভিনেত্রী শেফালী জরীওয়ালার আকস্মিক প্রয়াণের পর প্রশ্ন উঠেছে তাঁর স্বামী পরাগ ত্যাগীর আচরণ নিয়ে। স্ত্রীর মৃত্যু ঠিক পরেই  পোষ্যকে নিয়ে রাস্তায় বেরোন পরাগ, যা ঘিরে তৈরি হয় বিতর্ক। তবে শেফালীর বন্ধুদের একাংশ তাঁর পাশে থাকেন।সকলেই চান সর্ব ক্ষণ ক্যামেরা যে ভাবে ধাওয়া করছে তাঁকে, সেখান থেকে যেন মুক্তি পান পরাগ। নিজের শোকপালন করার সময়টুকু যাতে পান। তাঁকে যাতে সম্পূর্ণ এক ছেড়ে দেওয়া হয়।শেষযাত্রায় চোখের কোণে জল, স্তব্ধ মুখে পাশে ছিলেন পরাগ।

বুধবার শেফালীর স্মরণে আয়োজন ছিল শ্রদ্ধাসভার। এখন কেমন কাটছে শোকস্তব্ধ স্বামীর দিন?

স্ত্রীর প্রতি ভালোবাসা ছিল গভীর, শেফালীকে 'পরি' বলেই ডাকতেন পরাগ। জনসমক্ষে বারবার সেই ভালোবাসার পরিচয়ও দিয়েছেন।বিভিন্ন সাক্ষাৎকারে অকপটে স্বীকারও করেছেন শেফালীকে স্ত্রী হিসেবে পাওয়ার মতো যোগ্যতাই তাঁর ছিল না, এখনও সব কিছু স্বপ্নের মতোই মনে হয় তাঁর। শেফালীর চলে যাওয়া মেনে নিতে পারছেন না পরাগ। অভিনেত্রীর স্মরণসভায় সাদা ফুলে সাজানো হয় তাঁর ছবি।মেয়ের ছবি দেখেই ভেঙে পড়লেন শেফালীর বাবা, শ্বশুরকে শান্তনা দিতে গিয়ে নিজেও কান্না আটকে রাখতে পারলেন না পরাগ।

স্মরণসভায় শেফলীর উদ্দেশে লেখা হয়, ‘‘কিছু তারার ঔজ্বল্য এত বেশি যে তাঁরা কখনই হারিয়ে যায় না। এমনকি তারার দেশে চলে গেলেও রয়ে যান তাঁরা।’’


You might also like!