Entertainment

21 hours ago

Aamir Khan : ফাতিমার সঙ্গে সম্পর্ক নিয়ে ট্রোল, আমিরের জবাব— ‘থোড়াই আমি ওর বাবা!’

Fatima Sana Shaikh and Aamir Khan in an old picture
Fatima Sana Shaikh and Aamir Khan in an old picture

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে ভালোই সময় কাটাচ্ছেন আমির খান। কদিন আগে প্রেয়সীকে সম্মুখে এনেছেন তিনি। তবুও পিছু ছাড়ছে না হাঁটুর বয়সী ফাতিমা সানার সঙ্গে প্রেমের গুঞ্জন। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন আমির।‘দঙ্গল’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। আমিরের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন ফাতিমা। সেই সময় থেকে ফাতিমার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। একে অপরের প্রেমে পড়েন, বলে শোনা যায় কানাঘুষো। আমির-ফাতিমা শুটিংয়ের ফাঁকে ফাঁকে দেখা করতে যেতেন। এমনকি অভিনেতার বাড়িতেও একাধিক বার দেখা গিয়েছে ফাতিমাকে।

আমিরের মেয়ে আইরার সঙ্গে সুসম্পর্ক ছিল অভিনেত্রীর। কিন্তু হঠাৎই আমিরের পরিবারের থেকে দূরত্ব বাড়ে তাঁর। আইরার বিয়েতে ফাতিমার অনুপস্থিতি যেন এই জল্পনাকে জোরালো করে। শেষ পর্যন্ত নিজের ৬০ বছরের জন্মদিনে আমির আলাপ করিয়ে দেন তাঁর জীবনের নতুন ভালবাসার মানুষ গৌরী স্প্র্যাটের সঙ্গে। এই মুহূর্তে গৌরীর সঙ্গে একত্রবাস করছেন অভিনেতা। কিন্তু কী হল ফাতিমার? অবশেষে অসমবয়সি প্রেম নিয়ে মুখ খুললেন আমির!

‘দঙ্গল’ এর পর আমির-ফাতিমা অভিনয় করেছেন ‘ঠগ্‌স অফ হিন্দোস্তান’ ছবিতে। প্রথম ছবিতে বাবা-মেয়ে তার পর প্রেমিক-প্রেমিকার চরিত্রে দেখা গিয়েছিল তাঁদের। সেই সময় জোর চর্চা হয় আমিরের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণেই নাকি এই ছবিতে সুযোগ পেয়েছিলেন ফাতিমা। যদিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ছবিটি। প্রথম থেকেই নির্মাতাদের দোলাচল ছিল এই ছবিতে প্রেমিক-প্রেমিকার চরিত্রে আমির-ফাতিমাকে দর্শক গ্রহণ করবেন তো! আমির নাকি নিজেই আশ্বস্ত করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সাফ বলেন, ‘‘আমি থোড়াই ওর আসল বাবা! না কি আমি ওঁর সত্যিকারের প্রেমিক? এটা একটা ছবি বানাচ্ছি আমরা ব্যস। আমার মনে হয় দর্শক এত বোকা নয়!’’ গৌরীর সঙ্গে সম্পর্কে আসার পর থেকেই আমিরের জীবনে ফাতিমার প্রসঙ্গ উঠে আসছে বার বার। এ বার কি তবে সুকৌশলে ফাতিমাকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন আমির!


You might also like!