kolkata

1 day ago

SSC Protest: এসএসসি-র চাকরিহারাদের বৃহস্পতিবার 'নবান্ন অভিযান’

jobless teachers announces for nabanna abhijan
jobless teachers announces for nabanna abhijan

 

কলকাতা, ২ জুলাই : চাকরি ফেরতের দাবিতে বৃহস্পতিবার 'নবান্ন অভিযান’-এর ডাক দেওয়া হয়েছে। এর ফলে শহরের একাংশ অচল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। নবান্ন অভিযান ঘিরে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে জোর প্রস্তুতি। এদিকে, বুধবার চাকরিহারাদের একাংশ বুধবার এসএসসি ভবন অভিযানে যায়। চাকরি ফিরে পাওয়ার দাবিতে পথে নেমেছেন যোগ্য গ্রুপ-সি, গ্রুপডি কর্মীরা। একদিকে আইনি লড়াই, অন্যদিকে পথে নেমে প্রতিবাদ দুপথেই চলছে চাকরি ফিরে পাওয়ার লড়াই। যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতেই তাঁদের এই আন্দোলন বলে জানিয়েছেন চাকরিহারাদের একাংশ। চাকরিহারাদের অভিযোগ, সরকারের দুর্নীতির কারণে তাঁদের চাকরি গিয়েছে।


You might also like!