Video

6 hours ago

Koustav Bagchi | রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল নার্সিংহোম, হুমকির অভিযোগ

 

বারাকপুরে কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে বুধবার রাতে এক রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিজেপি নেতা কৌস্তভ বাগচী ও বিজেপির কর্মী সমর্থকরা সেখানে গিয়ে ডাক্তার ও নার্সদের সঙ্গে বিতর্কে জড়ায় তাদের থ্রেট দেয় বলে অভিযোগ। সেই ছবি ভাইরাল হওয়ার পর আজ ওই বেসরকারি নার্সিংহোমে আসেন। এরপরই ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ মেডিকেল কেয়ার সার্ভিস পার্সোনাল এন্ড মেডিকেল সার্ভিস ইন্সট্রাকশন অ্যাক্টের ২০০৯ ধারা4 অনুযায়ী একটি মামলা দায়ের করা হয় । এই ঘটনার পর আজ বারাকপুরে সংসদ পার্থ ভৌমিক রাতে হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে আসেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। পার্থ ভৌমিক বলেন ডাক্তার ও নার্সদের উপর যে ধরনের হুমকি দেবার ঘটনা ঘটেছে এ ধরনের ঘটনা নিন্দনীয়। পুলিশকে এ বিষয়ে তদন্ত করতে হবে এবং দোষীদের শাস্তি দিতে হবে।

You might also like!