কলকাতা, ১২ মে : “লক্ষ্যবস্তুতে আঘাত করা আমাদের অভিপ্রায়, লাশগণনা নয়, অপারেশন সিঁদুর একটি স্পষ্ট লক্ষ্য নিয়ে কল্পনা করা হয়েছিল।” এই মন্তব্য করলেন ভারতের অন্যতম কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। সোমবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “সন্ত্রাসের অপরাধী এবং মূল পরিকল্পনাকারীদের শাস্তি দেওয়া এবং তাদের অবকাঠামোকে পুনরুদ্ধারের অযোগ্য করে তোলা। আমাদের সমস্ত পাইলট নিরাপদে দেশে ফিরে আসার পর, পাকিস্তান এখন উস্কানির মূল্য বুঝতে পারছে।”
"Our mission is to hit the target — not to count the body bags."#OperationSindoor was conceived with a clear objective: to punish the perpetrators and masterminds of terror, and to cripple their infrastructure beyond recovery.
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) May 12, 2025
With all our pilots safely home, Pakistan now… pic.twitter.com/qyKqoRYfRm