
টাঙ্গিয়ার, ১০ জানুয়ারি : শুক্রবার টাঙ্গিয়ারের গ্র্যান্ড স্টেড ডি ট্যাঙ্গারে ১০ সদস্যের মালিকে ১-০ গোলে হারিয়ে এফকন ২০২৫ সেমিফাইনালে উঠেছে সেনেগাল । ২৭তম মিনিটে ইলিমান এনদিয়ায়ে গোল করেন যা কোয়ার্টার ফাইনালে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মিডফিল্ডার ইভেস বিসৌমার লাল কার্ডের পর মালিকে ব্যাকফুটে খেলায় অবতীর্ণ হতে হয়। আগামী বুধবার শেষ চার পর্বে সেনেগাল মিশর-আইভরি কোস্ট কোয়ার্টার ফাইনালের বিজয়ীর মুখোমুখি হবে। ২০২২ সালে প্রথম জয়ের পর, লায়ন্স অফ তেরেঙ্গা তাদের দ্বিতীয় এফকন শিরোপা জয়ের লক্ষ্যে রয়েছে।
